ভূমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত। Law Academy BD.

Post No-109

মাননীয়,

       জিলা প্রশাসক ,ফেনী

       জেলা-ফেনী।

  মোঃ পাপন, পিং-মৃত জয়নাল আবেদীন, সাং-পাঠাননগর, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।

নিম্ম তপছিল বর্নিত ভূমি বন্দোবস্ত পাওয়ার প্রার্থনা।

নিবেদন এই,

              নিম্ম তফছিলে বর্নিত ভূমি ফেনী জিলার পাঠাননগর থানার পাঠাননগর মৌজার তৎকালীন ভুলুয়া পরগনার জমিদার বাবু অরুন চন্দ্র সিংহ বাহাদুরের জমিদারীর অর্ন্তগত সাবেক ১১৫২ দাগের ভূমি হয়। উক্ত ভূমি জমিদারী উচ্ছেদ ও প্রজাস্বত্ত্ব বিষয়ক আইনের পর উক্ত ভূমি এক সময় সি,এস নকশায় সুুরু রাস্তা থাকিলেও তাহা পরবর্তীতে রাস্তার কোন অস্তিত্ব নাই। উক্ত ভূমির পূর্ব পার্শ্বে ছোট ফেনী নদী থাকায় ঐ নদী ভরাট হইয়া গিয়াছে এবং ঐ ভরাটি ভূমি পার্শ্ববর্তী ব্যক্তিদের দখলে আছে এবং রাস্তার ও অস্তিত্ব নাই,তাহা নাল ভিটি জমিতে পরিণত হইয়া গিয়াছে। উক্ত ভূমি দরখাস্তকারীদের বসতবাড়ীর কাছে হওয়ায় তাহার মৌরশেরা ভোগ দখল করিয়া আসিতে থাকায় বর্তমানে দরখাস্তকারী দখল করিয়া আসিতেছে। এস,এ জরিপে ও বি,এস জরিপে ঐ ১১৫২ দাগের কতেক ভূমি কতেক ব্যক্তি বিশেষের নামে হাল খতিয়ানে রেকর্ড হইয়া গিয়াছে। কিন্তু মৌরশ পরিক্রমায় দরখাস্তকারীর ঐ মৌরশী দখলীয় নিম্ম তপছিল বর্নিত ২৪ডিং ভূমি তাহার দখলে আছে। দরখাস্তকারীর ঐ ভূমি বর্তমান বি,এস জরিপে ফেনী জিলা প্রশাসকের নামে খাষ খতিয়ানে রেকর্ড হইয়াছে। তজ্জন্যে দরখাস্তকারী ঐ ভূমিতে মৌরশাভাবে দখলে থাকায় বন্দোবস্ত পাওয়ার অধিকারী ও হকদার বটে। দরখাস্তকারীর অপর কোন বসত ভিটি চাষী ভূমি নাই।

       অতএব, দরখাস্তকারী বিনীতভাবে প্রার্থনা করেন যে, নিম্ম বর্নিত ২৪ ডিং খাস ভূমি দরখাস্তকারীর দখলে থাকায় দরখাস্তকারীকে বন্দোবস্ত দানে বাধিত করার মর্জি হয়।

                           তফছিল ভূমি        

জিলা-ফেনী, থানা-ছাগলনাইয়া, মৌজে-বারাহিগোবিন্দ মধ্যে ১নং খাস খতিয়ানে সাবেক ১১৫২দাগ

       হাল বি,এস ৫৭০৮ দাগ —————– ২১ ডিং

       হাল বি,এস ৫৭৪০দাগ —————— ০২ ডিং

       হাল বি,এস ৫৭১৩ দাগ —————— ০১ ডিং

                                 মোট——— ২৪ ডিং ভূমি    

                                                বন্দোবস্ত প্রার্থীত হয়।

                                                              ইতি তাং-

Related Posts

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

সহকারী জজ আদালত থেকে জেলা জজ আদালতে আপিল। মাননীয়, ফেনী জেলা ও দায়রা জজ আদালত জেলা- ফেনী বি.আ………/২৪ ইং। (তাঁহার দেওয়ানী আপীল এখতিয়াধীন)। তায়দাদ মং- ৩,০০,০০০/- টাকা। ১। আবুল কালাম,…

চেকের মামলার আপীল এর নমুনা।

Post No- 118 মোকাম বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ফৌজদারী আপীল  নং-            /২০১৮ উদ্ভুতঃ দায়রা মামলা নং- ৪৩৫৩/১৪ সি. আর মামলা নং- ৪৫৬/১৩ ধারাঃ এন, আই, অ্যাক্টের ১৩৮ ধারা।…

One thought on “ভূমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত। Law Academy BD.

  1. Hello, I do think your blog could possibly be
    having browser compatibility issues. When I look
    at your site in Safari, it looks fine however when opening in I.E., it has some overlapping issues.
    I merely wanted to give you a quick heads up! Besides that, great site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

  • By admin
  • April 1, 2024
  • 133 views
দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

  • By admin
  • April 1, 2024
  • 88 views