বিবিধ প্রশ্নমালা । প্রতি একর ১০,০০০০০ টাকা মূল্যে এক ব্যক্তি ৩০ একর জমি ক্রয় করিলেন। কিছুদিন পর প্রমাণিত হইল যে জমিটি যেই ১০০ ফুট শিকল দ্বারা মাপিয়া দেওয়া হইয়া ছিল তাহা প্রকৃত পক্ষে ৩” (ইঞ্চি) কম ছিল ক্রেতা ইহা জানিয়া বিক্রেতার বিরুদ্ধে কোর্টে প্রতারনার মামলা দায়ের করিলেন। কোট বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা সহ অতিরিক্ত মূল্য ফেরত দেওয়ার নির্দেশ দিলে বিক্রেতা কত টাকা ফেরত দিবে।

Post No. 18

সমস্যা : প্রতি একর ১০,০০০০০ টাকা মূল্যে এক ব্যক্তি ৩০ একর জমি ক্রয় করিলেন। কিছুদিন পর প্রমাণিত হইল যে জমিটি যেই ১০০ ফুট শিকল দ্বারা মাপিয়া দেওয়া হইয়া ছিল তাহা প্রকৃত পক্ষে ৩” (ইঞ্চি) কম ছিল ক্রেতা ইহা জানিয়া বিক্রেতার বিরুদ্ধে কোর্টে প্রতারনার মামলা দায়ের করিলেন। কোট বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা সহ অতিরিক্ত মূল্য ফেরত দেওয়ার নির্দেশ দিলে বিক্রেতা কত টাকা ফেরত দিবে।

আমরা জানি,

১ একর                             = ৪৩৫৬০               বর্গফুট

৩০ একর                             = (৪৩৫৬০*৩০)

                                                     = ১৩০৬৮০০    বর্গফুট

এবং ৩´´(ইঞ্চি)                       = ০.২৫ ফুট

শুদ্ধ শিকলের ১ চেইন                 = ১০০  ফুট

  ‘‘     ‘‘    ১ বর্গ চেইন          = (১০০*১০০)

                                                   = ১০,০০০ বর্গফুট

ভুল শিকলের চেইন                   = (১০০ – ০.২৫) ফুট

= ৯৯.৭৫

ভুল শিকলের ১ বর্গ চেইন                = (৯৯.৭৫ × ৯৯.৭৫ ) বর্গফুট

= ৯৯৫০         বর্গফুট

১০,০০০ বর্গফুটে কমদেয়                  = (১০,০০০-৯,৯৫০) বর্গফুট।

                                                         = ৫০ বর্গফুট

১০,০০০ বর্গফুটে কমদেয়                  = ৫০ বর্গফুট

১ বর্গফুটে কমদেয়                         = ৫০/১০,০০০

১৩০৬৮০০ বর্গফুটে কমদেয়             = ৫০*১৩০৬৮০০/১০,০০০

= ৬৫৩৪

৪৩৫৬০ বর্গফুটে মূল্য                     = ১০,০০০০০ টাকা

১ বর্গফুটে মূল্য                            = ১০,০০,০০০/৪৩৫৬০ টাকা

৬৫৩৪ বর্গফুটে মূল্য                     = ১০,০০০০০*৬৫৩৪/৪৩৫৬০ টাকা

= ১,৫০,০০০ টাকা

উত্তর : বিক্রেতা জরিমানাসহ ফেরত দিতে হইবে    = ১,৫০,০০০ টাকা + ৫০,০০০ টাকা

= ২,০০,০০০ টাকা ।

Related Posts

অছিয়ত নামা দলিল । অছিয়ত নামা দলিলের নমুনা । Law Academy BD ।

Post No-73 বিসমিল্লাহির রাহ্‌মানির রাহিম অছিয়ত নামা এই অছিয়ত নামা আমার মৃত্যুর পর বলবৎ হইবে। ক্রমিক নং …………………. বহি নং ………………….. দলিল নং  ……………… ১। রেজিষ্ট্রী অফিসের নামঃ দাগনভূঁঞা ছাফ…

অংশ নামা দলিল। বন্টণ-নামা দলিল । অংশ নামা দলিলের নমুনা। Law Academy BD ।

Post No-74 বিসমিল্লাহির রাহ্‌মানির রাহিম অংশনামা বা বন্টননামা দলিল ক্রমিক নং …………………. বহি নং ………………….. দলিল নং  ……………… ১। রেজিষ্ট্রী অফিসের নামঃ ২। দলিলের সারসংক্ষেপঃ ১ম পক্ষের প্রাপ্ত সম্পত্তির মূল্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

  • By admin
  • April 1, 2024
  • 157 views
দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

  • By admin
  • April 1, 2024
  • 110 views