160

Post-160

মাননীয়, 

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত, ফেনী।

জেলা- ফেনী।

সূত্রঃ- CNGR ৮০/২০২৩ইং।

 নাছিমা আক্তার 

         —-  বাদী  

 = বনাম = 

এনায়েত উল্যাহ মিয়াজী গং

                            —- আসামী

বিষয়ঃ আসামী-পক্ষে সময়ের প্রার্থনা ।

নিবেদন এই,

অদ্য অত্র মামলার ধার্য্য তারিখ বটে। অত্র মামলাটি সাক্ষীর জন্য দিন ধার্য্য রহিয়াছে। আসামী অদ্য শারীরিক অসুস্থতার কারণে অত্র আদালতে উপস্থিত হইতে না পারায় সময়ের আদেশ আবশ্যক।

অতএব বিনীত প্রার্থণা, উপরোক্ত কারণাধি বিবেচনা করিয়া আসামী পক্ষে সময়ের আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।

তফসীল আসামীঃ 

১। সাহানা আক্তার।

 ইতি তাং- ২৬/১২/২০২৪ইং।